স্টাফ রিপোর্টার: এবার নরসিংদীর করোনা পরিস্থিতি বিবেচনায় মুসল্লীদের সুরক্ষার জন্য বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জীবানুনাশক ট্যানেল স্থাপন করছেন পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।
আজ শুক্রবার সকালে নরসিংদীর বড় বাজারে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে জীবানুনাশক ট্যানেলটি স্থাপন করা হয়। এ নিয়ে নরসিংদী শহরের গুরুত্বপূর্ণ ৮ টি জায়গায় পৌর মেয়রের ব্যক্তিগত অর্থায়নে জীবানুনাশক ট্যানেল স্থাপন করা হয়েছে।
করোনা সংকট মোকাবেলায় শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে কাজ করে যাচ্ছেন মেয়র কামরুজ্জামান। নরসিংদীর ২০ হাজার পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ শেষ করে ২য় ধাপে আবারো ২০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছেন তিনি।
পবিত্র ঈদ উল ফিতরে যেনো কেউ না খেয়ে থাকে সেজন্য ঈদের দিন নরসিংদীর ২৫ হাজার অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন রান্না করা খাবার (পোলাও, মোরগীর রোস্ট, ডিম ভূনা, ফিরনী ও বিশুদ্ধ পানি)। যা সারাদেশে ব্যপক প্রশংসিত হয়েছে।
এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় অসহায় মানুষের মাঝে ৫০ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, লিকুইড সাবান, হ্যান্ড ওয়াশ বিতরণ করেছেন পৌর মেয়র।