নরসিংদী জেলা প্রতিনিধি:
শিক্ষাথীদের ট্রাফিক আইন সর্¤úকে সচেতন করতে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে গিয়ি ক্লাস নিয়েছেন জেলার পুলিশ সুপার সাইফুল্লা আল মামুন পিপিএম। গত কাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই কলেজের ২৫শত শিক্ষাথীকে তিনি নৈতিক মুল্যবোধ শৃঙখলা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতন করতে ক্লাস নেন। পুলিশ সুপারের ক্লাস নেওয়ার ওই ছবিফেসবুকে ছড়িয়ে পড়লে মুহুতেই জেলা ব্যাপী আলোচনা শুরু হয়। তার এমন উদ্যেগকে স্বাগত জানানোর পাশাপাশি সবই ছবিগুরো শেয়ারও করেন। ক্লাস সম্পকে একাদশ শ্রেনীর শিক্ষাথী বলেন আজ ক্লাসে আমরা ট্রাফিক আইনের যে নিয়ম গুরো শিখতে পারলাম। এটা আমাদের রাস্তায় চলাচলের সময় অনেক ইপকারে আসবে।
এখানে কমেন্ট করুন: