নরসিংদীর পাঁচদোনা এলাকায় সিলেট থেকে ঢাকাগামী গ্রিনলাইন ও এনা পরিবহনের দুটি বাস থেকে ১৪ কেজি (১২০)টি স্বর্ণের বারসহ ৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৩। সোমবার সকাল ১১টায় র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর মো.রাহাত হারুন খান জানান,গতকাল রবিবার বিকেল ৪টার দিকে পাঁচদোনায় এনা পরিবহনের বাসে তল্লাসী করে তিন যাত্রীর কাছ থেকে ৬০টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন,মো.জামাল হোসেন(২২),তানভীর আহম্মেদ (২৫),রাজু হোসেন(২৩)।
অন্যদিকে সাড়ে ৫টার দিকে একই রুটে গ্রীনলাইন পরিবহনের একটি বাসে তল্লাসী চালিয়ে আরো ৩জনকে ৬০টি স্বর্ণের বারসহ আটক করা হয়।আটকৃতরা হলেন,মো.আবুল হোসেন(৩৫), মো.রাজু আহমেদ (৩০) এবং মো.আলাউদ্দিন (৩২)
এই ছয় যাত্রীর প্রত্যেকের কাছে ছিল ২০টি করে স্বর্ণের বার।যার আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।বারগুলো জায়গা মতো পৌছে দেওয়ার জন্য জনপ্রতি পেতেন ১৪ হাজার টাকা
এখানে কমেন্ট করুন: