স্টাফ রিপোটার:মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে ২৫ জুন ২০২০ নরসিংদী বৃহস্পতিবার সন্ধায় হামলা লুটপাটের ঘটনা ঘটে। পুরানচর গ্রামের অনেক ঘর বাড়িতে হামলা করে কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন সহ লোটপাটের অভিযোগ করেছেন গ্রামবাসী।
পুরানচর গ্রামের স্থানীয় লোকজন জানান, মোবাইল চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণচর, দড়িচর, পাচঁআনি সহ পুরানচরের চকের বাড়ির লোকজন, মাহবুব গংদের নেতৃত্বে উক্ত গ্রামের লোকজন টেটা, বল্লম, দা ছুরি, চাপাতি, রামদা সহ আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের গ্রামের উপর হামলা করে। ভয়ে আমরা জিবন বাঁচাতে পালিয়ে যাই। পরে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই তারা হুমকি দিয়ে চলে যায়। ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর সহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে গরু ছাগল ও নিয়ে যায়। আমরা এখনো আতঙ্কে আছি তারা যে কোন সময় আবার আক্রমণ করতে পারে। অনেকেই আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বিধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকা বাসি জানায়, বলেন, গত ২২ জুন সোমবার পুরানচর বাজারের আশাবউদ্দীনের মুদির দোকান থেকে একটি দামি মোবাইল চুরি হয়ে যায়। ঘন্টা খানেক পরেই মোবাইল চোর ধরা পড়ে যায়। পরে তার স্বীকারোক্তিতে চোর হিসাবে দুলালের নামও আসে। মূলত সেই ঘটনার সূত্র ধরেই আজকে চোরের সমর্থক লোকজন হামলা করে।
পুরানচর গ্রামের স্থানীয় মেম্বার এমদাদ বলেন, আমাদের গ্রামে যে হামলা ও লুটপাট হয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন অবস্থা ভালো তবে আতঙ্কে আছি। আমরা সরকার ও প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। প্রায় কয়েক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি।
ঘটনাস্থলে উপস্থিত মাধবদী থানার ওসি (তদন্ত) তানভীর আহম্মেদ বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই আমাদের আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।