নরসিংদীতে শারদীয় দুর্গোৎসব-২০২০ উপলক্ষে মনিটরিং সেল ও বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মনিটরিং সেল ও বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উত্তম মোদক।
পূজা মন্ডপে বিতরণের জন্য নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধান সামগ্রী (উন্নতমানের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নরসিংদী জেলা শাখার আহবায়ক শ্রী অনিল চন্দ্র ঘোষ, সদস্য সচিব সুব্রত কুমার দাস এবং নরসিংদী শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উত্তম মোদক ও সাধারণ সম্পাদক বিনয় সাহা, থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র সাহা ও কন্ট্রোল রুমে দায়িত্বরত চিকিৎসকদের হাতে তুলে দেয়া হয়।
এসময় শহরের প্রতিটি পূজা মন্ডপে ব্যক্তিগত অর্থায়নে শাড়ি-লুঙ্গি-থ্রী-পিছ ও নগদ অর্থ বিতরণ করেন পৌর মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল।