নরসিংদীর প্রয়াত মেয়র শহীদ জনবন্ধু লোকমান হোসেনের ৯ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংদী পৌরসভা হলরুমে কলম সৈনিক গ্রুপের আয়োজনে ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ৩০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হয়। চিকিৎসা সেবা দেয়া হয় ২ শতাধিক রোগীকে।
কলম সৈনিক গ্রুপের এডমিন নূর মোহাম্মদ খন্দকার পারভেজের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, জেলা শ্রমিকলীগের আহব্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূইয়া, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মো. হৃদয় খান, কলম সৈনিক গ্রুপের এডমিন শেখ মোমেন শফিক।
অতিথিরা বলেন, নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হোসেনের ৯ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলম সৈনিক গ্রুপের উদ্যোগে ৩০ জনের চোখের ছানি অপারেশন ও ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। দ্রুত লোকমান হত্যাকারীদের বিচারের দাবি জানান তারা।
চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. অনুপ সাহা এবং সহকারী ডা. দেলোয়ার হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মডেল ফারিয়া’র সভাপতি রুহুল আমিন, এডমিন রাহিদুল ইসলাম রনি, কানন ভূইয়া, আলামিন ভূইয়া, সাজ্জাদ হোসেন ভূইয়া সোহেব, মোডারেটর আরিফুল ইসলাম, শেখ সানী, নুরুল ইসলাম, মাহফুজা আক্তার সুমি, জান্নাতুল ওয়াফা, বাপ্পি সাহা, নুরুজ্জামান ফকির, সামসুল হুদা আনসারী সহ সকল সদস্যরা।