নরসিংদীর আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার (২১ ডিসেম্বর) পুলিশের ইমিগ্রেশন শাখায় এ চিঠি পাঠান দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান।

ইমিগ্রেশন এয়ারপোর্টের বিশেষ পুলিশ সুপারের কাছে দেওয়া দুদকের চিঠিতে বলা হয়েছে, আতাউরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে সপরিবারে তিনি দেশত্যাগ করতে পারেন। এজন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করা হয় আতাউরকে।

দুদকের আসা অভিযোগে বলা হয়েছে, আতাউর ছিলেন সার বিক্রেতা। পরে হন সুইডেন প্রবাসী। সেই থেকে নামের সঙ্গে যুক্ত হয় সুইডেন। পরে তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য হন। এরপর প্রভাব খাটিয়ে এলাকায় জমি ও শিল্পপ্রতিষ্ঠান দখল করে বিপুল সম্পদের মালিক হন আতাউর।

এখানে কমেন্ট করুন: