মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী :নরসিংদীর মাধবদীতে পূর্বশক্রতার জের ধরে মাদক দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ইসমাইল হোসেন(আবুল)সহ ফেঁসে গেলেন তিনজন যুবক। ঘটনাটি ঘটেছে মাধবদী টাটাপাড়া মহল্লায় গত (৮ এপ্রিল)বৃস্পতিবার দুপুরে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ দুই শত পিস ইয়াবা ও দুই বোতল ফেন্সিডিল সহ দুই জনকে আটক করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করলে বিচারক মোহাম্মদ শেখ সাদী তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।

গত বৃহস্পতিবার দুপুরে ডিবি পুলিশের এ এস আই আনোয়ার হোসেন সংগীয় ফোর্সের সহযোগীতায় ২শত পিছ ইয়াবা ও দুই বোতল ফেন্সিডিল সহ মাধবদী টাটাপাড়া মহল্লার মৃত ইসলাম মিয়ার পুত্র ইসমাইল(আবুল)(২১)পাকুরিয়া মহল্লার নজরুল ইসলামের পুত্র শরীফ মিয়া(২২)কে আটক করে। মালার বিবরনে জানা যায়, মাধবদী টাটাপাড়া মহল্লার হাজী জলিলকে ফাসানো জন্য টাটাপাড়া মহল্লার নজরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলী(২৫) ও ইসমাইল হোসেন ও মো.শরীফে সহযোগীতায় মাদকদ্রব্য নিয়ে হাজী জলিলের ৫ তালার সিরির নিচে মোজুত করে।

পরে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইল ও শরীফকে আটক করে তাদের জিজ্ঞেস করলে এই ঘটনা প্রকাশ পায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী সম্মুখে ইয়াবা ও ফেন্সিডিল পলাতক আসামী মোহাম্মদ আলীর বলে গ্রেফতার কৃত আসামী ইসমাইল ও শরীফ মিয়া পুলিশকে জানায়।

পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে ইসমাইল হোসেন ও শরীফকে ২শত পিস ইয়াবা ও ২ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে ডিবি অফিসে নিয়ে আসে এবং ইসমাইল হোসেন,শরীফ মিয়া ও পলাতক মোহাম্মদ আলীকে আসামী করে ডিবির এ এস আই আনোয়ার হোসেন বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করে। যাহার নং ৭(৪)২০২১ ইং মামলা দিয়ে আসামীদের আদালতে প্রেরন করলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।

এখানে কমেন্ট করুন: