মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:করোনার উচ্চ ঝুঁকি নিয়ন্ত্রণে সরকার যেখানে সারা দেশে আবারো ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সেখানে নরসিংদীর মনোহরদীতে লকডাউনকে সামনে রেখেই করোনার মধ্যেই শত শত লোক একত্রে স্বাস্থ্য বিধি অমান্য করে জমি বেচাকেনা করছে। আর এই অফিসের,দলিল লেখক ও শতশত জমি ক্রেতা বিক্রেতাদের মধ্যে কোন প্রকার স্বাস্থ্যবিধি ছিলনা। শতশত মানুষ স্বাস্থ্য বিধি অমান্য করে অফিসে বিচরন করে তাদের কাজ করছেন।

সোমবার(১২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য বিধি অমান্য করে মনোহরদী সাবরেজিস্টি অফিসে কাজকর্ম চললেও স্থানীয় প্রশাসন ও মনোহরদী সাবরেজিস্টার কোন ব্যবস্থা নেয়নি।এতে করে চরম স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সরেজমিনে মনোহরদীর সাবরেজিস্টি অফিসে গিয়ে দেখা যায়, শতশত ক্রেতা বিক্রেতা,অফিস স্টাফ ও দলিল লেখকরা স্বাস্থ্যবিধি ভঙ্গ করে জমি কেনা বেচা, দলিল লেখা লেখি ও রেজিস্টি করছেন। ক্রেতা বিক্রেতারা বলেন মনোহরদী উপজেরার বিভিন্ন গ্রাম থেকে জমি বেচাকেনা করতে এখানে জমায়েত হয়েছে। লকডাউনের পর অফিস খুলেছে এ কারনেই এতলোক জমায়েত হয়েছে।অন্যান্য দিনের মতো স্বাভাবিক ভাবেই তারা এই অফিসে জমি বেচা কেনা করছেন।

করোনার মধ্যে স্বাস্থ্য বিধি অমান্য করে এতোলোক একত্রে এ বিষয়ে মনোহরদী সাবরেজিস্টি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি আবুল কামালাম আজাদ বলেন, তারা মনোহরদী সাবরেজিস্টার সুবরারানী দাসের অনুমতি নিয়ে নিয়ম অনুযায়ী অফিসের কাজ করছি।অফিস চলাকালীন সময়ও কোন সরকারি কর্মকর্তা এতলোক একত্রে থাকলেও বন্ধ রাখতে নির্দেশ দেয়নি।

এ ব্যাপারে মনোহরদী সাবরেজিস্টার সুবরারানী দাস গনমাধ্যম কর্মীদের সাথে দেখা করতে রাজি হয়নি।

এখানে কমেন্ট করুন: