মো.শফিকুল ইসলাম(মতি)নরসিংদী:নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার ভোর রাতে (৭ জুলাই) ইসলাম হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার হয়েছে।
তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি পিস্তল ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।বুধবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মিডিয়া সমন্বয় অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর জানান ৭ জুলাই ভোর রাতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ইসলাম হত্যা মামলার পলাতক আসামী সনেট, রাকিব ও ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি পিস্তল ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার হওয়ায় তাদের বিরুদ্ধে অস্ত্র, গুলি ও মাদক আইনে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। উল্লেখ্য গত ১ জুলাই নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলায় পূর্ব বিরোধের জের ধরে উক্ত মহল্লার জনৈক ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ইয়াসমিন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। ৩ জুলাই এজহারভূক্ত আসামী শাহীন, বাদল, রুবি বেগম ও সানিয়া বেগম গ্রেফতর হয়। ৬ জুলাই এজহারভূক্ত আসামী সুটার সুমন ও দেলোয়ার গ্রেফতার হয়। আজ ৭ জুলাই বুধবার ৩ আসামী গ্রেফতার হয়।