স্টাফ রিপোর্টার:হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসকে তার ব্যক্তিগত বাসভবনে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ জুলাই) পোর্ট অব প্রিন্সে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়।

এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে ক্লড জোসেফকে। তিনি এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্রীয় কাজকর্ম অব্যাহত রাখার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রেসিডেন্টের বাসভবন থেকে এক বিবৃতিতে জানা গেছে, রাত একটার দিকে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ওপর এই হামলা চালায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় ফার্স্ট লেডি মার্টিন ময়েস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

৫৩ বছর বয়সী জোভেনেল ময়েস ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ক্ষমতায় ছিলেন। পূর্বসূরি মাইকেল মার্টেলির পদত্যাগের পর ক্ষমতা গ্রহণ করেন তিনি। ইতিপূর্বে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। একইসাথে দেশটিতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভও চলমান রয়েছে।

এখানে কমেন্ট করুন: