মো.শফিকুল ইসলাম(মতি)নিউজ সময়:নরসিংদীর মনোহরদী ডোমনমারা গ্রামে দরগাহ বাজারের মেলায় যেন করোনা নেই। বৈশ্বিক মহামারি করোনা বিস্তার রোধে আবারও সারা দেশে গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে এসব বিধি-নিষেধ উপেক্ষা করেই দিবারাত্রী চলছে দরগাহ মেলা। সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মেলা।
সোমবার রাতে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম এবং সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন মেলায় উপস্থিত হয়ে মেলায় আগতদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন এবং কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন।
দরগাহ মেলায় দিনের বেলা লোকসমাগম কম দেখা গেলেও রাতের বেলায় করোনার পথ মাড়িয়ে ভক্তদের ঢল নামে। খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামে দরগাহ বাজারের পাশে হজরত সৈয়দ দোস্ত মাহমুদ বাগদাদী (রহ.) মাজারে এমন দৃশ্য দেখা যায়।
গত ১৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপনে রাজনৈতিক কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠান যেখানে লোকসমাগম হয়, এমনটি করা থেকে নিষেধ করা হয়েছে। সেই নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেলায় বিপুলসংখ্যক লোক হয়।
স্বাস্থ্যবিধি অমান্য করে সেখানে জড়ো হয় হাজারো ভক্ত। সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম করে মেলার আয়োজন করায় করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হজরত সৈয়দ দোস্ত মাহমুদ বাগদাদী (রহ.) মাজারে ওফাত দিবস উপলক্ষে দরগাহ প্রাঙ্গণে ওরস ও মিলাদের আয়োজন করা হয়। এতে স্বাস্থ্যবিধি অমান্য করে হাজারো ভক্তবৃন্দ উপস্থিত হন দরগাহ প্রাঙ্গণে। দরগাহ বাজার ও আশপাশে মানুষের উপচে পড়া ভিড়। হাজারো মানুষের মাঝে নেই করোনার স্বাস্থ্য সচেতনতা। শারীরিক দূরত্ব থেকে শুরু করে মাস্ক পরা এসবের বালাই নেই তাদের মাঝে।
সারা দেশের ন্যায় নরসিংদীতেও নতুন করে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাস। তবে জনসমাগম নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি অমান্য করে হাজারো মানুষের উপস্থিতিতে এর আয়োজন করায় করোনা সংক্রমনের ঝুঁকি বেড়েছে বলে জানায় সচেতন মহল।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাসেম বলেন, ‘প্রশাসনের অনুমতি ছাড়াই মেলার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে খিদিরপুর ইউপি চেয়ারম্যানকে মেলা বন্ধের নির্দেশ দিয়েছি।