স্টাফ রিপোটার:কিশোরগঞ্জে নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরকারি সব ধরনের নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঠিকাদাররা। জেলার সব সরকারি বিভাগ ও দপ্তরের ঠিকাদারদের উদ্যোগে আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন রড, সিমেন্ট, পাথর, বালু, ইট, বিটুমিনসহ সব নির্মাণ সামগ্রীর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে চলমান নির্মাণ ও সংস্কারকাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এ অবস্থায় সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি ব্যাহত হবে। তাই ভোজ্যতেলের মতো নির্মাণ সামগ্রীর ক্ষেত্রেও ভ্যাটসহ অন্যান্য কর প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচির সভাপতি ঠিকাদার মোস্তফা গোলাম রব্বানী সেকান্দর, নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস পেয়ে স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণ ও সংস্কার কাজ বন্ধ রাখার ঘোষণা দেন।
ঠিকাদারদের মানববন্ধন কর্মসূচি বক্তব্য দেন ঠিকাদার মো. এহসানুল ইসলাম এহসান, ইকবাল আহমেদ চৌধুরী অপু, মো. সহিদুল হক লাবলু প্রমুখ।
মানববন্ধন শেষে নির্মাণ সামগ্রীর মূল্য কমানোর দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের হাতে একটি স্মারকলিপি দেন ঠিকাদাররা