মো.শফিকুল ইসলাম মতি,নিউজ সময়:নরসিংদীর শিবপুর সোনাকুড়া সি,এন্ড,বি বাজারের ব্যাবসায়ীর বাছেদ মোল্লার জমি দখলসহ ব্যাবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে আ.মতিন নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। পাল্টা অভিযোগের প্রেক্ষিতে সোমবার(২৬ফেব্রুয়ারী) দুপুরে তদন্তে যান শিবপুর মডেল থানার এ এস আই নুরুল ইসলাম।
এ সময় সাংবাদিকরা ঘটনার স্থলের ছবি উঠাতে চাইলে তিনি তা বারন করেন। মামলার বাদী বাছেদ মোল্লা জানায় গত ১৭ ফেব্রুয়ারী সকালে সোনাকুড়া গ্রামের মৃত আউয়াল মাষ্টারের ছেলে পুলিশ সদস্য আ.মতিন ও তার ভাই আ.রউফ,আ.বাতেন জুর পুর্বক আমার জমি দখল করে পরে আমাকে মেরেফেলার জন্য সোনাকুড়া সি,এন্ড,বি বাজারে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এ সময় আমাকে মারপিট করে জখম করে তারা।
আশপাশের লোকজনের বাধার কারনে আমাকে প্রানে মারতে না পেরে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায় পুলিশ সদস্য আ.মতিনও তার ভাইয়েরা এই ঘনায় পুলিশ সদস্যে আ.মতিন ও তার ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে থানা পুলিশকে মেনেজ করে আজ বরিবার দুপুরে আমার ব্যাবসা প্রতিষ্টানে এসে আমাকে মিথ্যা মামলার ভয়দেখিয়ে শাসিয়ে যায়।
তিনি আরো বলেন সম্প্রতি বকুল নামে এক দরিদ্র ছেলের কাছে ঐ পুলিশ সদস্য একটি পিকাপ বিক্রি করে ৪ লাখ টাকা হাতিয়ে নেয় পরে টাকা না দিয়ে জুরপুর্বক আবার পিকাপটি নিয়ে যায় পুলিশ সদস্য এখন না পেলো টাকা না পেলো পিকাপ গাড়ী আবার তাকেই মেরেফেলার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে।
এই পুলিশ সদস্য এলাকাসহ বিভিন্ন মানুষকে জিম্বী করে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে গাজিপুরে বর্তমানে দুটি ৬ তলা বিশিষ্ট আলিশান বাড়ী করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। আর এলাকায় এসে অন্যের জমি দখলসহ বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছে তার অত্যাচারে অতিষ্ট এলাকা বাসী। আমারা এই অসৎ পুলিশ সদস্যের বিচার চাই।
এবিষয়ে পুলিশ সদস্য আ.মতিন কোন কথাবলতে রাজি হয়নি। তদন্ত কারী অফিসার এ এস আই নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তদন্ত চলছে এখন উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু বলা যাবেনা তবে তদন্তে প্রমানিত হলে আইন হত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্য ও তার পরিবারের জমি দখল ও ব্যাবসা প্রতিষ্টানে হামলার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এস বিষয়ে উদ্ধতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।