স্টাফ রিপোটার, নরসিংদী:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কালো পতাকা নিয়ে শোক র্যালি করেছে নরসিংদী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার (২১ আগষ্ট) বিকেলে পিলখানা হত্যা, ২৮ অক্টোবর লগি-বৈঠা হত্যা, শাপলা চত্বরে নিরিহ মানুষদের গণহত্যা, গত ১৫ বছরে অসংখ্য সাধারণ মানুষকে গুম, খুন, হামলা, মামলা দিয়ে নির্যাতন, কোটা আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদদের স্বরণে এ শোক র্যালি অনুষ্ঠিত হয় ।
র্যালিটি পৌর শহরের বটতলা থেকে শুরু হয়ে, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি নাসিক আহমেদ আনন্দ, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইনুদ্দিন ভূইয়া, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, ছাত্রদল নেতা ফাহিম রাজ অভিসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়াও পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার স্মরনে কালো ব্যাজ ধারন করে।