মো: শফিকুল ইসলাম মতি: নরসিংদীর রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছেন চালকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করেন উচ্ছৃঙ্খল চালকরা। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে সিএনজি চালকরা পালিয়ে যান। এ সময় দুজনকে আটক করে পুলিশ।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুটি নামক স্থানে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন সিএনজি ড্রাইভার হানিফ মিয়া (৬০) ও ওয়ার্কশপ কর্মচারী শফিকুল ইসলাম (৪০)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধ থাকা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিদিন সিএনজি চলাচল করছে। সোমবার সন্ধ্যায় ভৈরব হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট সাইরল ইসলাম নরসিংদীর রায়পুরা থানা এলাকার নীলকুটি নামক স্থানে কয়েকটি সিএনজির ড্রাইভারকে মহাসড়কে সিএনজি চলাচলে বাধা দেয়।এ সময় এলাকার পুলিশের সোর্স শিপন পুলিশকে সহযোগিতা করে বলে চালকদের অভিযোগ। পরে চালকরা একজোট হয়ে শিপনকে হুমকি দেয়। ঘটনাটি শিপন রাতেই পুলিশকে জানায়।খবর পেয়ে হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাইরুল ইসলাম মঙ্গলবার সকালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে এই এলাকার ড্রাইভার শফিকুলের নেতৃত্বে প্রায় ১৫-২০ জন ড্রাইভার পুলিশের গাড়িতে ইটপাটকেল ছোড়ে। এ সময় মোরশেদ, সুজন, আতিক, সুমনসহ আরও কয়েকজন চালক পুলিশকে মারধর করে। এতে সার্জেন্ট সাইরুল, পুলিশ কনস্টেবল জহিরুল ও এনায়েত আহত হন।খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম আরও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে সিএনজিচালকরা পালিয়ে যায়। এ সময় নীলকুটি বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩-৪টি সিএনজি আটক করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।অপরদিকে চালকদের অভিযোগ সিএনজিতে গ্যাস নিতে মহাসড়ক দিয়ে ভৈরব যায় কিন্ত সিএনজি মহাসড়কে চলাচল করে না। পুলিশের সোর্স শিপন সিএনজির ড্রাইভারদের কাছ থেকে অবৈধ টাকা আদায় করতে পুলিশকে সহযোগিতার নামে প্রতিনিয়ত হয়রানি করছে। এ কারণে শিপনের বিচার করতে তারা ঘটনার প্রতিবাদ করলে এই ঘটনাটি ঘটে বলে জানায় চালকরা।ঘটনার পরপর নীলকুটি এলাকার বাসস্ট্যান্ডের সব সিএনজির ড্রাইভাররা সিএনজি নিয়ে পালিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, মহাসড়কে সিএনজি চলাচল সরকারিভাবে নিষেধ রয়েছে। কিন্তু সিএনজিচালকরা এই নিষেধাজ্ঞা প্রতিদিন অমান্য করছে। এই এলাকার সিএনজিচালকরা অনেকটা উচ্ছৃঙ্খল বলে তিনি জানান। পুলিশের সার্জেন্ট সিএনজি চলাচলে বাধা দিলে আজ এই ঘটনা ঘটে।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *