স্টাফ রিপোর্টার: ইউএমসি জুটমিলে মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউএমসি জুট মিলের শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ইউএমসি জুটমিল প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

এ সময় তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর নরসিংদী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নরসিংদী জুটমিল পাটকল শ্রমিক-কর্মচারী সিবিএ, নন-সিবিএ সমন্বয় পরিষদের উদ্যোগে ও সিবিএর কার্যকরী সভাপতি কাশেম আলীর নেতৃত্বে ওই কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে মজুরি কমিশন দ্রুত বাস্তবায়ন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা। এময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৪ টি জায়গায় টায়ার পুড়িয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচী করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ইউএমসি জুট মিল এর শ্রমিক নেতা মোঃ শাহিন মিয়া, তোফাজ্জল হোসেন তোতা, আব্দুর আউয়াল, বিল্লাল মিয়া, আসাদ মিয়া সহ অধিকাংশ নেতাকর্মীরা।

শ্রমিক নেতা হোসেন আলী বলেন, ‘দীর্ঘ দিন যাবত শ্রমিকদের বকেয়া মজুরি দিচ্ছে না পাটকল কর্তৃপক্ষ।’ তাই আমরা কোন উপায়া না পেয়ে এই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখি। যদি আগামী এক সাপ্তাহের ভিতর আমাদের বেতন ভাতা পরিশোধ করা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচী গ্রহন করতে বাধ্য হব।

এসময় ইউএমসি এর দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নাই।

এখানে কমেন্ট করুন: