নরসিংদীতে জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে পুনরায় আন্দোলনে নেমেছে ইউএমসি জুট মিলের শ্রমিকরা। সোমবার সকাল ১০টা থেকে ইউএমসি জুট মিলের সামনে আন্দোলনে নামেন শ্রমিকরা।
দাবি আদায়ে জুট মিলের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশসহ ৯৬ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন তারা।
সকাল ১০টা থেকে শ্রমিকরা কর্মবিরতি জুট মিলের প্রধান ফটকের সামন জড়ো হতে থাকে। তারা মিল গেইটের সামনের সড়কে বসে অবস্থান ধর্মঘট শুরু করেন। পরে উত্তেজিত শ্রমিকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। পরে তারা একটি বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ইউএমসি জুট মিল শ্রমিক সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।
এখানে কমেন্ট করুন: