নরসিংদীতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন-বিআরটিসি’র ৩৯টি বাসের মধ্যে ১২টি সচল আছে। বাকি ২৭টি বাস প্রায় ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এসব বাস।
নরসিংদী শহর থেকে বিআরটিসি বাসের যাত্রা শুরু আশির দশকে। দীর্ঘদিন মানসম্মত যাত্রীসেবা দিয়ে সুনামও অর্জন করে ছিলো বিআরটিসি। কিন্তু গত ১০ বছর ধরে এই ডিপো থেকে, নরসিংদী-ঢাকা সড়কে বিআরটিসির বাস চলে না। আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের পরই বন্ধ হয়ে যায় এই ডিপো।
স্থানীয়রা বলছেন, নরসিংদী মূলত ব্যবসায়ী এলাকা এখানে পুনরায় বিআরটিসি সার্ভিস চালু হলে যাতায়াত ব্যবস্থার যে সমস্যা তা দূত হতো।
এ বিষয়ে নরসিংদী বিআরটিসি ডিপোর কারিগরি প্রধান কাজী বকুল হোসেন বলেন, নরসিংদী-ঢাকা রুটে ৩৯টি গাড়ি বরাদ্দ থাকলেও, সচল মাত্র ১২টি। এগুলো চলে আবার অন্য রুটে। তবে যে ১২টি বাস এই রুটে চলে, তার সঙ্গে সরকারের দেয়া গাড়িগুলো আমরা এই ডিপো থেকে যদি ছাড়া হলে এলাকার মানুষের উপকারের পাশাপাশি বিআরটিসির জন্যও লাভজনক হবে হতো।
এখানে কমেন্ট করুন: