নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন সর্ম্পকে সচেতন করতে ক্লাস নিয়েছেন পুলিশ সুপার সিরাজ উদ্দিন আহমেদ (বিপিএম, পিপিএম)। বুধবার সকালে থেকে দুপুর পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইন সর্ম্পকে ধারণা দেন তিনি।

একাদশ শ্রেণির ছাত্রী প্রভা, সাদিয়া, প্রীতি আক্তার বলেন, ক্লাসে আমরা ট্রাফিক আইনের যে নিয়মগুলো শিখতে পেরেছি তা অনেকের কাছেই অজানা ছিল। এখন স্যারের ক্লাসে বিস্তারিত জেনেছি এ আইন সম্পর্কে। নতুনভাবে জেনে নেয়া আইন মেনে চলবো।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীরাই পারবে সমাজ ও দেশকে বদলে দিতে। তাদের মধ্যে কিছু স্বপ্ন বুনে দিলাম তারা সেটিকে লালন করলে আগামী দিনে সঠিকভাবে পথ চলতে পারবে। আমি ট্রাফিক আইন সর্ম্পকে বুঝালাম। আশা করি তারা সবাই ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলবে। শুধু পাঠ্য-পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা বজায় রাখতে হবে। প্রতিদিন অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আমরা সচেতন হলে অনেকটা দুর্ঘটনা কমে আসবে।

নরসিংদী আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, একজন এসপি আমাদের কলেজে এসে শিক্ষার্থীদের ক্লাস নিবেন তা আশা করিনি। শিক্ষাথীরা পাঠ্যপুস্তকের বাইরে ক্লাস পেয়ে অনেক খুশি। আমিও চাই প্রতিটা শিক্ষার্থী যেন প্রযুক্তি এবং বুদ্ধিমত্তার সঙ্গে বেড়ে উঠে।

এসময় আরো উপস্থিত ছিলেন- নরসিংদীর ট্রাফিক পুলিশের প্রধান গোলাম মাওলা তালুকদার, নরসিংদী মডেল থানার ওসি শহীদুজ্জামান প্রমুখ।

এখানে কমেন্ট করুন: