
কামাল হোসেন, স্টাফ রিপোর্টার:
নরসিংদীতে মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়ার প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। মাদক ব্যবসায়ীরা নিজেরাই চাঁদা দাবি করে উল্টো থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে জানায় ভোক্তভোগীরা।
অভিযোগে জানা যায়, নরসিংদী শহরের খালপাড়ে বায়জিদ ভূইয়ার বাড়ির সামনে একটি ফার্নিচারের দোকানে প্রতিদিন মাদক সেবক ও বিক্রি চলে। বায়জিদ ও তার বন্ধুরা এর প্রতিবাদ জানালে মোমেন মিয়া, রুবেল মিয়া ও শরীফ আহমেদ সহ ৪ থেকে ৫ জন তাদেরকে লাঞ্চিত করে। পরে ভোক্তভোগীর মামা আবুল ফজলের কাছে জানালে তিনিও প্রতিবাদ জানায়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা আবুল ফজলের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় ভোক্তভোগী বায়জিদ থানায় অভিযোগ দায়ের করেছে। এদিকে সন্ত্রাসীরা নিজেরা অন্যায় করে আবার তারাই মিথ্যা অভিযোগ দেয়ার প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী।
তাদের দাবি, সেচ্ছাসেবকদল নেতা ফজলের পরিবার কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। মাদক ব্যবসায় বাধা দেয়ায় তারা এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য নিতে ফার্নিচারের দোকান গেলে সেটি বন্ধ পাওয়া যায়। তাদের বক্তব্য পাওয়া যায়নি।