
নরসিংদীর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সহ-সভাপতি পদে আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মোঃ নূরুল আমিন নির্বাচিত হয়েছেন।
অন্যান্য নির্বাচিতরা হলেন- সহসভাপতি চৌধুরী মোঃ ইয়াহিয়া ও পরেশ সুত্রধর, যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল হক ভূঁইয়া ও মলয় কুমার বর্মন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত ৯ জন হলেন, বীর মুক্তিযোদ্ধা এম.এ বাসার বাচ্চু, আলহাজ্ব মোঃ কাজিম উদ্দিন, স্বপন কুমার সাহা, মোঃ আঃ বাছেদ মিয়া, মোঃ রাসেল বিন হাসানাত, সলিমুল্লাহ ভূঁঞা, মোঃ আজহার উদ্দিন, মোঃ মাসুদুর রহমান মাসুদ ও শংকর লাল সাহা।
উল্লেখ্য, পদাধিকার বলে নরসিংদী জেলা প্রশাসক সভাপতি এবং পুলিশ সুপার ও সিভিল সার্জন সহ-সভাপতি। শনিবার নরসিংদী ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম।