
দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও তার পরিবারের উপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।
শুক্রবার (১০ মে) রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে। এতে অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে স্ব-পরিবারে রক্ষা পায় আকরাম হোসেন। পরে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
সিসি টিভির ফুটেজে দেখা গেছে রাত পৌনে ১০টার দিকে স্ত্রী-সন্তান নিয়ে মহাসড়কের পাশের একটি রেস্টুরেন্টের সামনে গাড়ী রেখে অবস্থান করছিলোন তারা। এসময় মুখে কাপড় বাধা অবস্থায় আচমকা শসস্ত্র তিন যুবক এসে তাকে ভাল হয়ে যাবার কথা বলেই ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা চালায়। এসময় আশেপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুতই স্থান ত্যাগ করে দূর্বৃত্তরা।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, মুঠোফোনে বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।