
নরসিংদীর পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্লাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নরসিংদী সার্কিট হাউজ সংলগ্ন পিনাকল স্কুলের মাঠে এই ফুটবল খেলার আয়োজন করা হয়।
স্কুলের প্রিন্সিপাল শফিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জাহিদুল কবির ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হাসান মুজাহিদ রুবেল, হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য, অহিদুজ্জামান সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় প্রধান অতিথি জাহিদুল কবির ভূইয়া বলেন, আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল টুর্নামেন্ট শুধুমাত্র একটি খেলা নয়, এটি মেধা বিকাশের অন্যতম একটি প্লাটফর্ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
খেলা শেষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ী দল ও খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।