মো. হৃদয় খান: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন ও জেলা ছাত্রলীগ। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।

এরপরই নরসিংদী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সভাপতি (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান মিন্টু। এ সময় জেলা আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম, মিলাদ, দোয়া মাহফিল, শোক র‌্যালি, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়েছে।

অপরদিকে জেলা প্রশাসনের আয়োজনে শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পন, বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের মেডিক্যাল চেকআপ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয় ও বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রামাণ্যচিত্র ও নাটক প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এখানে কমেন্ট করুন: