মো. হৃদয় খান: নরসিংদীতে করোনা ভাইরাস মোকাবিলায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ২ হাজার পিপিই ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।
মঙ্গলবার বিকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান মিন্টু, শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, শহর শ্রমিকলীগের সভাপতি খন্দকার পারভেজ সহ অন্যান্য নেতাকর্মীরা।
পৌর মেয়র কামরুজ্জামান কামরুল বলেন, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দৃঢ় মনোবল নিয়ে করোনা মোকাবিলায় এগিয়ে যেতে হবে চিকিৎসক, নার্স ও স্বাস্থকর্মীদের। তাই তাদের সুরক্ষার জন্য ২ হাজার পিপিই প্রদান করলাম। ডাক্তারদের প্রয়োজন হলে আরো ব্যবস্থা করে দেয়া হবে। এ বিষয়ে চিকিৎসকদের সার্বিক সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন নরসিংদী পৌরসভার মেয়র।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়বদ্ধতা থেকে মেয়র সাহেব এগিয়ে এসেছেন। আমাদের স্বাস্থকর্মীদের সহযোগীতা করার জন্য মেয়র কামরুজ্জামানকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে জনপ্রতিনিধির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।