মো. হৃদয় খান: নরসিংদীতে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা।

করোনা পরিস্থিতি মোকাবেলায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে নরসিংদী জেলা হাসপাতালে (করোনা ডেডিকেটেড) ভেন্টিলেশনসহ ২০ টি আইসিইউ বেড তৈরির উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আবদুল কাদির মোল্লা।

জানা যায়, করোনা পরিস্থিতিতে নরসিংদীতে বেড়েই চলেছে আক্রান্ত রোগীদের সংখ্যা। এই রিপোর্ট লেখা পর্যন্ত নরসিংদী জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১১১৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

নরসিংদীর রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে আব্দুল কাদির মোল্লার উদ্যোগে জেলা হাসপাতালে ভেল্টিলেশনসহ ২০ টি আইসিইউ বেড তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

ইতিমধ্যে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছেন। বুধবার বিকালে আইসিইউ নির্মানে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নে তিন সদস্য কমিটি গঠন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। কমিটির সদস্যরা হলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, বিএমএ নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. মোজাম্মেল হক কমল ও গনপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। উক্ত কমিটি আগামী দুদিন অর্থাৎ শুক্রবার তাদের অগ্রগতির প্রতিবেদন জমা দেবেন।

উল্লেখ্য, এর আগে নরসিংদীর প্রায় ৫০ হাজার পরিবারের পাশে দাড়িয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আব্দুল কাদির মোল্লা। সেই সাথে স্বাস্থ্যকর্মীদের জন্য ২ হাজার পিপিই দিয়েছেন।

এখানে কমেন্ট করুন: