করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে নরসিংদীর মেহেরপাড়ায় কর্মহীন মানুষের মাঝে রিক্সা-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২০ জুন) দুপুরে নরসিংদী মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় কর্মহীন মানুষদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০ টি সেলাই মেশিন, ৩ টি রিক্সা, ২ টি ভ্যান, ৩০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে ছাতা ও ১৫০ জন কর্মহীন সেলুনকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, বর্তমান এই করোনা পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের জন্য মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগটি অনুকরনীয় হয়ে থাকবে। অন্যদেরও উচিত এইভাবে অসহায় মানুষের পাশে দাড়ানো। সেই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী সদর এসিল্যান্ড (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসান, নরসিংদী জেলা পরিষদের সদস্য ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ হালিম খান, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুরুজ মিয়া সহ ইউপি সদস্যরা।

এখানে কমেন্ট করুন: