বিশ্বজুড়ে মহামারি আকার ধারন করা করোনা ভাইরাস থেকে নিজ শহরের এবং মানুষকে নিরাপদ রাখতে একের পর এক পদক্ষেপ নিয়ে রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করেছেন নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।

নিজ শহর ও দেশবাসীর কাছে তিনি এখন পরিচিত মানবিক মেয়র হিসেবে। তাই রবিবার প্রিয় এই মেয়রের জন্য দোয়ার আয়োজন করে মালয়েশিয়াস্থ নরসিংদী প্রবাসী কল্যান সমিতি।

সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মালয়েশিয়া নরসিংদী প্রবাসী কল্যান সমিতি’র সভাপতি হাজী হামজা সুমন। যুগ্ন-সাধারন সম্পাদক এস এম রানা কাজী’র সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মতিন সরকার, সহ সভাপতি কামাল সরকার (সাবেক মেম্বার নজরপুর), ব্রাহ্মণবাড়িয়া সমিতি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাহাদুজ্জামান, চাঁদপুর সমিতি’র উপদেষ্টা শফিকুর রহমান চৌধুরীসহ অনেকে।

এসময় তারা বলেন, জীবনের মায়া ত্যাগ করে সাবেক মেয়র লোকমান হোসেনে’র ছোটভাই বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। মানবিক মেয়র কামরুজ্জামানকে দেখে অন্য জনপ্রতিনিধিদেরও জনগনের পাশে এভাবে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন তারা।

অনুষ্ঠানের শেষাংশে দেশ ও প্রবাসে থাকা সকলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে বিশ্ববাসী যাতে খুব শিগগির-ই মুক্তি লাভ করে সেজন্য মহান আল্লাহতায়ালা’র কাছে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আইয়ুব।

এখানে কমেন্ট করুন: