মো.শফিকুল ইসলাম(মতি)নিউজ সময়:নরসিংদীর রেলস্টেশনে তরুণী হেনন্তার মূল হোতা শিলা আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৩০ মে) বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি ক্যাম্প কমান্ডার ফ্লাইট লে. তৌহিদুল মুবিন খান।গত ১৮ মে ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। ট্রেন থেকে নেমে তারা স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় এক মহিলা তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন।একপর্যায়ে স্টেশনের স্থানীয় বখাটেসহ ওই মহিলা তদের মারধর শুরু করেন এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করেন।

পরে ঐ ঘটনায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলমের তত্¡বধানে আদালতের নির্দেশে রাতেই নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন।

মামলার এজাহারে এক নারীসহ দু’জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও এক নারী ও ১০ পুরুষকে আসামি করা হয়েছে।পরে মূল হোতা আসামী শিলা আক্তারকে বিকেলে ৫ দিনের রিমান্ডচেয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক দেলোয়ার হোসাইন এর আদালতে প্রেরন করলে বিচারকের সামনে আসামী নিজে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

ফলে বিচারক সংবিধানের জীবন চলাচলের অধীকারের ক্ষেত্রে কেন তিনি এরকমের উসকানী কর্মকান্ডের সাথে সম্পৃৃক্ততা তা জানার নিমিত্রে অন্যান্য সহ যোগী আসামীদের অনুসন্ধান উদঘাটনের জন্য ন্যায় বিচারের স্বার্থে মহামান্য হাই কোর্টের নির্দেশ অনুযায়ি মহিলা পুলিশে উপস্থিতিতে সতর্কতার সহিত জিজ্ঞাসা বাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এখানে কমেন্ট করুন: