মো.শফিকুল ইসলাম মতি,নরসিংদী: ইকাট ডটকম বিডি নামে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পেজ ব্যবহার করে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে হিডেন ক্যামেরাসহ অন্যান্য পণ্য বিক্রির নামে একটি প্রতারক চক্র সারা দেশ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাদের প্রতারনার স্লোগান হচ্ছে আপনিকি বাস্তব প্রমাণ অথবা যেকোন কথা বা ভিডিও রেকর্ড করতে চান।আপনিকি সাংবাদিক, উকিল,পুলিশ,গোপন কোনো ভিডিও করতে চান! আপনার প্রয়োজনীয় ক্যামরোটি এখনি অর্ডার করুন। স্টক লিমিটেড।

এ রকম চটকদার বিজ্ঞাপন দেখে গত ১৭ সেপ্টেম্বর অনলাইলে নরসিংদীতে এক সাংবাদিক ২৪ শত টাকা মুল্যের একটি হিডেন পকেট ক্যামেরার অর্ডার করেন তাদের কাছথেকে। কথাছিল কোন সমস্যা হলে একমাসের মধ্যে পরিবর্তন করে দিবে। পর দিন ১৮ সেপ্টেম্বর দুপুরে কুরিয়ার সার্ভিসের লোক পন্য নিয়ে নরসিংদী জজ কোর্টের সামনে এসে মোবাইল রিং দিলেন পন্যটি গ্রহন করেন গ্রাহক।

যেহেতু রাস্তায় ডেলিবারি চেককরার উপায় ছিলনা আর কোরিয়ার সার্ভিসের লোক দ্রুত চলে যাওয়ার জন্য তারাহুরা করতে থাকে ফলে চেক না করেই পন্যদেখে নগদ ২৪ শত টাকা তার হাতে দিয়ে পন্যটি গ্রহন করেন তিনি।

এর পর বাসায় এসে ক্যামেরাটি ওপেন করে রেকর্ড করতে চাইলে পাওয়ার আসলেও রেকর্ড হচ্ছেনা। অর্ডার করা মোবাইল ০১৭৯২০৭৭৫৩৩-তে রিং দিলে তিনিকে সমস্যাটি জানালে ক্যাশ মেমুর নাম্বারে রিং দেওয়ার জন্য বলে পরে ক্যাশ মেমুতে ০১৭৮৮৬৬৬২৮৮ নাম্বারে রিং দিলে একজন মেয়ে রিসিব করে তার কাছে সমস্যা রেকর্ড হচ্ছেনা বলে পন্যটি পরিবর্তন করে দেওয়ার জন্য অনুরোধ করিলে ১৮-তারিখ হতে ২৯ তারিখ পর্যন্ত বিভিন্ন তাল বাহানা করে ঘোরাতে থাকে।

আর পন্য ফেরৎ বা পরিবর্তন কোনটাই করে দিতে রাজি হয়নি তিনি। এখন অনলাইন ফেসবুকে বিজ্ঞাপন দেখে পন্য অর্ডার একটি নষ্ট অকেজু পন্য দিয়ে ২৪ শত টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি আর ঐ সাংবাদিকের ২৪ শত টাকাই জলে গেল পন্য অর্ডার করে। এর এভাবেই অনলাইন ফেসবুকের মাধ্যমে চকটদার বিজ্ঞাপন দিয়ে সারা দেশ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্রটি। এসব বিষয়ে উদ্ধোতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।

এখানে কমেন্ট করুন: