মো.শফিকুল ইসলাম মতি,নিউজ সময়:নরসিংদীর মনোহরদী থানার নিচিন্তপুর গ্রামের ছেলে এ কে এম তৌহিদুজ্জামান রানাকে মারপিট সহ চাঁদা দাবীর
মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামীদের দাবী জানিয়েছেন।
মামলার বাদী এ কে এম তৌহিদুজ্জামান বলেন আমাদের বাবা ২০১০ সালে মারা যান এর পর ২০১১ সালে দাদাও মারা গেলে শুরু হয় চাচাদের অত্যাচার তাদের অত্যাচার সয্যকরতে না পেরে বাড়ী ছেড়ে চলে আসেন তৌহিদুজ্জামান রানা, পরে চাচা আওলাদ হোসেন ক্রমাগত চাঁদা দাবী করে তার কাছে। চাঁদার টাকা না দিলে বাড়ীতে যেতে দিবেনা বাদীকে। এই ঘটনায় মনোহরদী থানা পুলিশ মামলা না নিলে বিজ্ঞ আদালতে একটি সি আর মামলা দায়ের করেন যাহার নং সি আর ৮৩২/২০২৩ ।
উক্ত মামলাটি ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলে নির্দেশ দেন, পরবর্তীতে ডিবির এস আই আবুল হাসান সরজমিনে ঘটনারস্থল পরিদর্শনের পর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালতে বিজ্ঞ বিচারক তদন্ত প্রতিবেদন সত্য পাওয়ার পর বিজ্ঞ বিচারক ৫ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
উক্ত মামলায় ৫ আসামীর বিরুদ্ধে গত ২ মার্চ ২০২৪ ইং মনোহরদী থানায় ওয়ারেন্ট প্রেরন করলে ৩ আসামীকে গ্রেফতার করলেও মুল আসামী আওলাদ হোসেন ও দুলাল এখনো পলাতক থেকে বাদীকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে বলে অভিযোগ মামলার বাদীর। এ বিষয়ে ওসি তদন্ত গোবিন্দর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা ওয়ারেন্ট পেয়ে ৩ জনকে গ্রেফতার করার পর তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে। বাকীদেরকে ও গ্রেফতারে অভিযান অব্যহত আছে জানান তিনি। আশা করি অল্প সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।