Share on Facebook

মো. হৃদয় খান: নরসিংদীর পৌর মেয়র লোকমান হত্যা মামলার অন্যতম আসামী মোবারক হোসেন মোবা ও রেহানুল ইসলাম ভূইঞা লেলিন কে গ্রেফতার করেছে নরসিংদী ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বনানী ডিওএইএস থেকে তদের গ্রেফতার করা হয়।

নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার ও জাকারিয়া আলমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। মোবারক হোসেন মোবা লোকমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী। সে লোকামন হত্যা মামলার এজা্হারভুক্ত আসামী। অগামী ১লা নভেম্বর নরসিংদীর জনপ্রিয় লোকমান হোসেনের ৭ম মৃত্যুবার্ষিকী। এর মাত্র একদিন আগে লোকমান হত্যার অন্যতম হোতা মোবা ও তার সহযোগী লেলিনকে গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, ২০১১ সালের ১ নভেম্বর সন্ত্রাসীরা শহরের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করে প্রকাশ্যে গুলি করে জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যা করে। ব্যাপক জনপ্রিয়তার কারণে দ্বিতীয়বারের মতো পৌর মেয়র নির্বাচিত হওয়ার মাত্র আট মাসের মাথায় তাকে নির্মমভাবে খুন হতে হয়। স্পর্শকাতর ওই হত্যাকান্ডের ঘটনা মনে হলে আজও আর্তকিয়ে ওঠেন নরসিংদীবাসী।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *