
স্টাফ রিপোর্টার:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, ধর্ষণের সাথে যারা জড়িত তারা মানুষ নামের কলঙ্ক। তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এই শাস্তি বাস্তবায়নের জন্য যদি আইনের কোন ধারা সংশোধন করতে হয়, নতুন করে আইন করতে হলেও ব্যবস্থা গ্রহন করতে হবে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে নরসিংদীর বেলাবো চরউজিলাব ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের যে রুপরেখা দেখিয়েছেন, সে আঙ্গিকেই আগামীর বাংলাদেশ গঠন করা হবে। কিছু লোক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এ বিপ্লবের চেতনাকে নষ্ট করতে চাচ্ছে। সবাইকে স্বজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বারৈচা বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শাজাহান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।