
আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে আরও বাড়িয়ে দিতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর নরসিংদীতে তাদের ২৪তম আউটলেট চালু করেছে।
বুধবার (১৯ মার্চ) নরসিংদী শহরের হেমেন্দ্র সাহার মোড়ে এসকে টাওয়ারে এই নতুন আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দুই তলা বিশিষ্ট এই আউটলেটে শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, ছেলে-মেয়ে, পুরুষ এবং মহিলাদের জন্য ট্রেডিশনাল, ক্যাজুয়াল এবং ফরমাল পোশাকের বিশাল সংগ্রহ থাকছে। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে থাকছে এক্সক্লুসিভ কালেকশন।
নতুন আউটলেটটি উদ্বোধনের মাধ্যমে নরসিংদীর ফ্যাশনপ্রেমীদের জন্য সেইলরের আকর্ষণীয় পোশাক ও লাইফস্টাইল পণ্য কেনার সুযোগ আরও সহজ হলো। এই আউটলেটে পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক ও ট্রেন্ডি পোশাক, অ্যাক্সেসরিজ এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য পাওয়া যাবে।
সেইলর এর একজন মুখপাত্র বলেন, “আসন্ন ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে, আমরা নরসিংদীতে আমাদের ২৪তম আউটলেট চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হলো, দেশের প্রতিটি প্রান্তে সেইলরের আধুনিক ও মানসম্মত পোশাক পৌঁছে দেওয়া। আমরা আশা করি, এই আউটলেটটি নরসিংদীর মানুষের ঈদ কেনাকাটাকে আরও আনন্দময় করে তুলবে।”
উদ্বোধনী উপলক্ষে সেইলর আউটলেটে চলছে আকর্ষণীয় র্যাফেল ড্র অফার, যা চলবে চাঁদ রাত পর্যন্ত । আরো বিশেষ অফারে থাকছে পোশাকের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট এবং অন্যান্য চমকপ্রদ সুযোগ। সেই সাথে ঈদ উপলক্ষে থাকছে বিশেষ কালেকশন।
সেইলর বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড, যা আধুনিক ও ট্রেন্ডি পোশাক এবং লাইফস্টাইল পণ্য সরবরাহ করে। সেইলর সর্বদা গ্রাহকদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে নতুন নতুন কালেকশন নিয়ে আসে।