
স্টাফ রিপোর্টার:
ওয়ালটনের মিলিয়নিয়ার অফার উপলক্ষে নরসিংদীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে নরসিংদীর সাহেপ্রতাব ওয়ালটন প্লাজার সামনে থেকে একটি বিশাল র্যালি বের করেন ওয়ালটন প্লাজার সদস্যরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে দিনব্যাপি এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ালটনের ডিভিশনাল দায়িত্বরত কর্মকর্তা সি.ডি.ও মো: সাহাদত হোসেন, ডি.সি.এম সালেহ আহম্মেদ, আর এস এম মো নুরেআলম সিদ্দকী, আর.সি.এম. মো: তানভির আহম্মেদ জনি সহ নরসিংদী জোনের সকল ম্যানেজার ও কর্মচারিবৃন্দ।
তারা বলেন, ওয়ালটন আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ দিচ্ছে। ওয়ালনের পন্য কিনে আবারো ক্রেতারা হতে পারেন মিলিয়নিয়ার। আর সাথে থাকছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।