
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা আহ্বায়ক খায়রুল কবির খোকনের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামান রুনুর (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর শিবপুরের আড়ালি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল ৩ টায় রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানাজা শেষে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামানকে গার্ড অব অনার দেয়া হয়। এ ছাড়াও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষ থেকেও তাকে শ্রদ্ধা জানানো হয়।
জানাজা নামাজে অংশ নেন, খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, আমিনুল হক বাচ্চু, জাহিদুল কবির ভূঁইয়া, সিদ্দিকুর রহমান নাহিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।