
নরসিংদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, নতুন কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় নরসিংদী ক্লাবের উদ্যোগে ক্লাবের সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এ সময় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছমা জাহান, নরসিংদী ক্লাবের সহ সভাপতি আব্দুল মোমেন মোল্লাসহ আরো অনেকে ।
উপহার সামগ্রীর মধ্যে নগদ দশ হাজার টাকার চেক, শাড়ি, লুঙ্গি ও দেশী-বিদেশী ফল তুলে দেয়া হয়।