
নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চরআড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে চরাঞ্চলের বাঘাইকান্দি বাজারে এই প্রতিবাদ সভার আয়োজন করে চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপি ও স্থানীয় গ্রামাবাসী। এসময় এলাকাবাসী ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আজহার মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, তার স্ত্রী ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুদা জামান, ইউপি সদস্য প্রমুখ।
এসময় বক্তারা দাবী করেন, ঈদের দিন ঈদগাহ মাঠে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা সংবাদ সম্মেলনে দাবি করেন মাদক ব্যবসায় বাধা দেয়ায় ৫ শতাধিক বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয়। এর সাথে কোন ভাবেই সাবেক এই চেয়ারম্যান এবং বর্তমানে যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা হাসানুজ্জামান সরকার জড়িত নয়। মুলত দল ও দলের বাইরের কিছু মহল উদ্দেশ্য প্রনোদিতভাবে হাসানুজ্জামান সরকারকে জড়িয়ে মিথ্যা প্রচার করছে। যা মানহানিকর, মিথ্যা, বানোয়াট এবং অপপ্রচার। তাই এই নেতার বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহব্বান জানানো হয়।