
মো. হৃদয় খান, নরসিংদী:
নরসিংদীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে দাতভাঙ্গা জবাব দিলেন চিনিশপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া।
আজ দুপুরে চিনিশপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের জুয়েল বলেন, আওয়ামীলীগের কিছু দোষর বিএনপির সুবিধা ভোগ করে এখন দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফেসবুকে দীপক কুমার সাহার যে ছবিটি দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা মন্ডপ পরিদর্শনের সময়কার। সেই ছবি নিয়ে তারা মিথ্যা তথ্য দিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।
এসময় যুবদল নেতা জুয়েল চ্যালেঞ্জ করে বলেন, কেউ যদি প্রমান করতে পারে আমি আওয়ামীলীগের কোন পদে ছিলাম বা কোন পোগ্রামে কখনো ছিলাম নিজে দল থেকে পদত্যাগ করবো। আর প্রমান করতে না পারলে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো। আমি বিএনপি পরিবারের সন্তান। আমার বাবা বিএনপির নেতা ছিলেন, আমার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই বিএনপি নেতা যারা সৈরাচারী সরকারের আমলে আওয়ামীলীগের সুবিধা ভোগ করে এখন দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, শীঘ্রই তাদের দাতভাঙ্গা জবাব দেয়া হবে বলে জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎসজীবীদলের সভাপতি মিলন মিয়া, জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক তানজীলুর রহমান প্রমুখ।