স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিচকান্দি গ্রামে সিআইডি অফিসার রুস্তম আলীর বাড়ীতে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সিআইডি অফিসার রুস্তম আলী আঃ জলিল মিয়ার বড় ছেলে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টায় একতলা দালান ঘরে ষ্টীলের দরজা ভেঙ্গে চুর ঘরে ভিতরে প্রবেশ করে স্বর্ণ অলংকার সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

সিআইডি অফিসার রুস্তম আলীর বাবা আঃ জলিল জানান, আমরা রাতে খাওয়া পড়া শেষ করে আনুমানিক ১:৩০মিনিটে গিন্নিসহ ঘুমাতে যাওয়ার সময় এক ধরনের স্প্রের গন্ধ পেয়ে অজ্ঞান হয়ে পড়ি। সকালে আমাদের জ্ঞান ফিরলে দেখি প্রত্যেকটি রোমে জামা কাপড়, ষ্টিলের আলমারি ওয়াডড্রব সহ সকল জিনিসপাতি তছনছ করা। পরে আর আমাদের বুজতে বাকী রইলনা যে আমার সর্বনাশ হয়েছে এই কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। চোর চক্রের সদস্যরা জানালা দিয়ে স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে বলে ধারনা করছেন পরিবারের সদস্যরা।

ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি বলেন, নগদ ১লাক্ষ টাকা ৭ভরি স্বর্ণ ও কিছু আসবাবপত্র নিয়ে পালিয়েছে চোরাই সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জনমনে তাদের প্রশ্ন, পুলিশ অফিসারের বাড়ীতে যদি হয় চুরি, আমরা সাধারন জনতা কিভাবে বাচতেঁ পারি?

মির্জাপুর ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ ভুইয়া বলেন, একটি চুরি একটা পরিবারকে ধ্বংস করে দেয়। জলিলের বাড়ীতে যে চুরিটি হয়েছে তা অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা। আমাদের খেয়াল রাখতে হবে এবং চোরাইদের খোজে বের করতে হবে।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়ছি। লিখিত কোন অভিযোগ পায়নি, তারপরও আসামী ধরার চেষ্টা চলছে।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *