স্টাফ রিপোর্টার: নরসিংদীর প্রধান সড়ক আরশীনগর লেভেল ক্রসিং। কেউ সহজে এই সড়ক দিয়ে যেতে চায় না। তবু উপায় নেই। এই পথেই সবার যাতায়াত। সড়কটিতে যানজটে আটকা পড়লেই ২০-৩০ মিনিট সময় নষ্ট হয়। কখনো ৩০-৪০ মিনিট। এখানে নিত্য যানজটে নাকাল শহরবাসী।
নরসিংদী শহরকে যানজটমুক্ত করতে আরশীনগর লেভেল ক্রসিংয়ে একটি ফ্লাইওভার নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপি আরশীনগর লেভেল ক্রসিং এর দাঁড়ি এ মানববন্ধনে নারী-পুরুষ, শিশুসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালীন সময়ে নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নিবারণ রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকারের পরিচালনায় এক আলোচনা সভা ফ্লাইওভার নির্মাণের দাবী জানিয়ে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রনজিত কুমার সাহা, সম্মিলিত সামাজিক আন্দোলন এর উপদেষ্টা অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, এপেক্স ক্লাব অব নরসিংদী সিটির পাবলিক স্পিকিং এন্ড ডিভিটিং ডিরেক্টর ও সাংবাদিক শান্ত বণিক, বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়া, মুক্তিযোদ্ধা আরমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আফছার উদ্দিন আহমেদ, আব্দুল মজিদ ভূইয়া, মনিরুজ্জামান সবুজ, জীতেন্দ্র বর্মণ, চিত্ত রঞ্জন সাহা, আশুতোষ দাস, রমেন্দ্র নারায়ন রায় রমু, মানিক লাল সূত্রধর, মো. নাসির উদ্দিন, জোনাকি যুবসংঘের সভাপতি রিন্টু মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিয়াদ, সমাজসেবক মো. কামাল হোসেন প্রমূখ।
বক্তারা নরসিংদীর আরশীনগর লেভেল ক্রসিং এ দীর্ঘ যানজট নিরসনকল্পে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। এছাড়াও বক্তারা ঢাকা-চট্রগ্রাম-ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রেল সড়কে ৩টি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন নরসিংদী রেলওয়ে স্টেশনে বিরতির জন্য দাবী জানিয়েছেন।