স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও এমপিও ভুক্ত হয়নি নরসিংদী রায়পুরার রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ। ফলে অন্যত্র চলে যাচ্ছেন অনেক শিক্ষক। পাঠদানে ব্যাহত হওয়ার আশংকায় ৪ শতাধিক শিক্ষার্থী। জানা গেছে, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাহেরচর গ্রামে রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজটির যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। সরকারি অনুমতিপত্র পায় কলেজটি ২০০০ সালে । ২০০১ সালে তৎকালীন সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপিও ভুক্তির প্রস্তাব করে ছিলেন।

কিন্তু আওয়ামী লীগ সরকারের শেষ সময় হওয়ায় এবং পরবর্তীতে বিএনপি জোট ক্ষমতায় আসার পর অদৃশ্য কারণে কলেজটি এমপিও তালিকা থেকে বাদ পড়ে যায়। দেশের বৃহত্তম উপজেলা রায়পুরার ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, বাহেরচর এলাকায় মনোরম পরিবেশে একমাত্র মহিলা কলেজ হিসেবে গড়ে উঠেছে। কলেজে কম্পিটার ল্যাবসহ ৪ তলা ভবন ১টি, পাশে ১তলা পুরাতন ভবন ১টি, ২টি টিনশেড ঘর, রয়েছে বিশাল মাঠ। কলেজের শতদল বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে।

এ উপজেলায় প্রায় ৭ লক্ষাধিক লোকের বসবাস। নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে বর্তমানে অত্র কলেজে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে গ্রামীণ এলাকাকে সুশিক্ষিত করে তুলছে। কলেজের শিক্ষক কর্মচারীরা বিনা বেতনে শিক্ষা কার্যক্রম চালিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এই বুঝি তাদেরকে এমপিও ভুক্ত করা হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সর্বশেষ এমপিওতেও যখন তাদেরকে এমপিও ভুক্ত করা হয়নি। এ পর্যন্ত ১৫ জন শিক্ষক চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। আবার অনেকে অন্যত্র চলে যেতে প্রস্তুতি নিচ্ছেন।

এ ব্যাপারে অত্র কলেজ অধ্যক্ষ মো. শফিউল আজম কাঞ্চন বলেন, কলেজটি এমপিও ভুক্ত হলে, এ বৃহৎ উপজেলায় নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *