এবার নরসিংদীতে ডেঙ্গু মোকাবেলায় মাঠে নামছেন মহিলা সংরক্ষিত আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। ইতিমধ্যে সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর নির্দেশে নরসিংদী জেলখানা মোড় থেকে শুরু করে বিভিন্ন স্থানে এডিস মশা রোধে স্প্রে করানো হয়েছে। আগামী শনিবার সকাল ১০টা থেকে ঘনবসতিপূর্ণ এলাকা ইউএমসি জুট মিল থেকে এডিস মশা নিধনে স্প্রে করা হবে।
এমপি তামান্না নুসরাত বুবলী নিউজ সময়কে বলেন, সারা দেশেই ডেঙ্গুজ্বরের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের নরসিংদীও এই রোগ থেকে মুক্ত নয়। আমাদের নেত্রী একটা কথাই বলেন, আমরা জনগণের শাসক নই, সেবক। আমিও জনগণের সেবক হিসেবে থাকতে চাই। যেহেতু মানুষের জন্য রাজনীতি করি তাই ডেঙ্গু নিয়ে যখন সারা দেশের মানুষ বিপাকে আছে তখন পালং-জাজিরায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত সব মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে প্রতিদিন নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত দুইদিনে শুধু নরসিংদী সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন রোগী। ফলে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়ছে জেলাজুড়ে।