মো. হৃদয় খান: রিমঝিম বৃষ্টির মধ্যেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। ঈদের দিন তেমন দর্শক উপস্থিতি না থাকলেও পরদিন থেকেই বৃষ্টি উপেক্ষা করে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পার্কটি।

ঈদকে ঘিরে বঙ্গবন্ধু স্যাটেলাইট, স্বপ্নের পদ্মাসেতুর আদলে তৈরি স্থাপনাসহ নতুন রাইডস সংযোজনের পাশাপাশি পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রতিদিন সকাল ০৯ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি। প্রবেশে লাগছে জনপ্রতি তিনশত টাকা। তবে ছোটদের জন্য রয়েছে বিশেষ ছাড়। এছাড়া দর্শনার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে পার্কটিকে এডিস মশা মুক্ত ঘোষণা করেছে পার্ক কর্তৃপক্ষ।

পার্ক কর্তৃপক্ষ ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পাঁচদোনার চৈতাবতে ৪০ একর জমিতে গড়ে উঠা দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের এই পার্কটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় শুরু হয়েছে।

রিমঝিম বৃষ্টির মধ্যেও ঈদের পর থেকে আসতে শুরু করেন দেশের বিভিন্ন জেলার বিনোদনপ্রেমীরা। শিশু ও নারীসহ সকল বয়সী মানুষ বিভিন্ন রাইডস চড়ে মেতে উঠেছেন আনন্দ উৎসবে। এবারের ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই স্বপরিবারে বেড়াতে এসেছেন এখানে।

এখানে কমেন্ট করুন: