মো. হৃদয় খান: পাট থেকে পলিথিন ব্যাগ উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন প্রখ্যাত বিজ্ঞানী পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ জুটমিল করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান। ব্যাগের নাম ‘সোনালি ব্যাগ’। পাট থেকে সেলুলোজ আহরণের পর প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় সিট। তা থেকেই তৈরি হয় ব্যাগ।

সম্প্রতি ড. মোবারক আহমদ খানের আমন্ত্রনে সোনালী ব্যাগের গবেষনাগার পরিদর্শনে আসেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী।

এসময় তিনি বলেন, সত্যিই আমি অভিভূত মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন `সোনালী ব্যাগ’ এর গবেষণাগার দেখে। কত চমৎকার ভাবে পাট দিয়ে তৈরি হচ্ছে প্লাস্টিকের ব্যাগ। যা শুধুমাত্র বাংলাদেশেই নয়, বিশ্বের প্রতিটা দেশ বাংলাদেশের নাম জানবে নতুনভাবে। বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর মোবারক আহমেদ খান এর প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে সোনালী ব্যাগ এর যাত্রা।

উদ্ভাবক ড. মোবারক আহমদ খান বলেন, পাট থেকে তৈরি পলিথিন ব্যাগ প্রচলিত পলিথিনের তৈরি ব্যাগের চেয়ে অধিক কার্যকর। এ পলিথিন ব্যাগ ব্যবহার করার পর ফেলে দিলে সহজেই মাটির সঙ্গে মিশে যায়। উপরন্তু তা মাটিতে সারের কাজ করে। সহজলভ্য উপাদান এবং সাধারণ প্রযুক্তি ব্যবহার করে তৈরি এ পলিথিন ব্যাগ বিদেশে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, জাপান, আরব আমিরাতসহ কয়েকটি দেশ সোনালি ব্যাগ আমদানির আগ্রহ প্রকাশ করেছে।

এখানে কমেন্ট করুন: