মো. হৃদয় খান: নরসিংদীর বেলাব উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। সোমবার (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (২০ আগস্ট) রাত ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জঙ্গুয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভৈরব থেকে মহাখালীগামী ‘ঢাকা বস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। এসময় কমপক্ষে আরও ১২ জন আহত হন। তাদের জেলা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, নিহতরা সবাই লেগুনার যাত্রী। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। নিহতদের মধ্যে লেগুনার চালকও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *