নরসিংদীতে করোনা মোকাবেলায় মানুষকে সর্বাধিক সেবা দিয়ে আলোচনায় এসেছে জেলা পুলিশ। মানুষকে সর্বোচ্চ সেবা দিতে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নেতৃত্বে দিনরাত কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।
করোনা পরিস্থিতির প্রথম থেকেই জনসাধারনের মাঝে লিফলেট, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ থেকে শুরু করে অসহায় ছিন্নমূলদের পাশে দাড়িয়েছে জেলা পুলিশ।
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লাশ দাফন ও পুলিশের ভ্রাম্যমান ম্যাডিকেল টিমের চিকিৎসাসেবা জেলায় সবচেয়ে বেশি আলোচিত হয়েছে।
এছাড়াও কৃষকের ধান কাটা থেকে নিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করতে দেখা গেছে পুলিশকে।
রমজান মাসের শুরুতেই নরসিংদী জেলা পুলিশের ব্যবস্থাপনায় ‘সুলভ মূল্যে ঘরের বাজার’ কার্যক্রম উদ্বোধন করা হয়। সেই সাথে অসহায়-ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করছে।
সেই সাথে পুলিশ সদস্যদের সুরক্ষার জন্য নরসিংদী পুলিশ লাইনস ও পুলিশ সুপার কার্যালয়ে জীবানুনাশক ট্যানেল স্থাপন করেছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদা।
নরসিংদী জেলার সঙ্গে অন্যান্য জেলা থেকে প্রবেশ ও প্রস্থান রোধে সড়ক মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। সমস্যায় পড়া মানুষগুলোকে সাহায্যে সশরীরে উপস্থিত হচ্ছেন জেলা পুলিশের কর্ণধার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার,পিপিএম বার)।
জেলা পুলিশের মুখপাত্র ও মিডিয়া সমন্বয়কারী পুলিশ পরিদর্শক রুপম কুমার সরকার (পিপিএম) জানান, ‘নরসিংদী জেলা পুলিশের সুপার হিরো হলেন আমাদের এসপি প্রলয় কুমার জোয়ারদার স্যার। স্যারের সুদক্ষ নির্দেশনায় ছয়টি উপজেলার সাতটি থানার সব পুলিশ সদস্যরা করোনা সংকট মোকাবিলায় ও লকডাউন নিশ্চিতে দিবানিশি কাজ করে যাচ্ছেন। অসহায়দের খাদ্য সহায়তা থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ ও করোনায় মৃত লাশ দাফনসহ সব ধরনের কাজই পুলিশ সদস্যরা করে যাচ্ছেন।’