অসহায়দের মাঝে ইফতার বিতরণ করলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী মোঃ আকাশ ভূইয়া নিজ এলাকায় ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন। এসময় প্রায় ২৫০ জন অসহায় রিক্সাচালক-ভ্যানচালক, পথচারীদের মাঝে এই ইফতার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মে) তার নিজ এলাকা নরসিংদী জেলার দত্তপাড়ায় এই কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, করোনা মহামারির এই দুর্যোগকালীন অবস্থায় সারা দেশ জুড়ে গৃহবন্দি বেশির ভাগ মানুষ। কর্মহীন হয়ে পড়ে লক্ষ লক্ষ খেটে খাওয়া অসহায় মানুষ। মানবেতর দিন কাটানো এসব কর্মহীন মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে সামান্য এই আয়োজন বলে জানান মোঃ আকাশ ভূইয়া।

এখানে কমেন্ট করুন: