মো. হৃদয় খান: নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে ২ টি গতি পরিমাপক-যন্ত্র (স্পীড গান) উদ্বোধনের মধ্যদিয়ে কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ আগস্ট) বিকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্পীড গানের কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন বলেন, নরসিংদীর উপর বিদ্যমান মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ড্রাইভিং লাইসেন্স চেক, ফিটনেস চেকসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে পরিমাপকযন্ত্র বা স্পীড গানের ব্যবহার শুরু করা হয়েছে। সড়ক দুর্ঘটনা কমানোর জন্য এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এখানে কমেন্ট করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *